আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৫ আগষ্ট ৷। ৫ই আগস্ট (বুধবার) এস ইউ সি আই’র প্রতিষ্ঠাতা তথা সাধারণ সম্পাদক শিবদাস ঘোষের ৪৫তম প্রয়ান দিবস। এদিন তাঁর প্রয়াণ দিবসে রাজধানীর কৃষ্ণনগরস্থিত এস ইউ সি আই রাজ্য দপ্তরে প্রয়াত শিবদাস ঘোষের প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান এস ইউ সি আই’র রাজ্য সম্পাদক অরুণ ভৌমিক সহ দলীয় কর্মীরা।