বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৫ আগষ্ট ৷। শান্তির বাজার মহকুমা প্রসাশনের উদাসিনতায় শান্তির বাজারে সফল হচ্ছে না আনলক -১। করোনা ভাইরাসের মহামারি থেকে লোকজনদের রক্ষনার্থে রাজ্য সরকার নানান প্রয়াস চালিয়ে যাচ্ছে। যার মধ্যে লকডাউন শেষে আনলক-১ ঘোষনা করা হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে আনলক ওয়ানের বিধি নিষেধগুলি সঠিকভাবে কার্যকর করা হচ্ছে না শান্তিরবাজারে। এই আনলক ঘোষনার পর দুই দিন অতিক্রান্ত হবার পরও প্রসাশনের কোনো প্রকার হেলদোল নেই। আনলক ঘোষনার পর থেকে শান্তিরবাজারের ব্যবসায়ী কমিটির সদস্যরা শান্তিরবাজারের সমস্ত দোকান পাঠ খোলা রাখার জন্য শান্তিরবাজার মহকুমা শাসকের নিকট লিখিত ভাবে আবেদন করেছে বলে জানান শান্তিরবাজার ব্যবসায়ী কমিটির সভাপতি ধনঞ্জয় ভৌমিক। উনারা আবেদন অনুশারে আজ পর্যন্ত শান্তিরবাজারে সমস্ত দোকানপাঠ খোলা রেখেছেন বলে জানান তিনি। দুই দিন অতিক্রান্ত হবার পথে। এখনো পর্যন্ত মহকুমা শাসক থেকে উনারা কোনো প্রকার সৎ উত্তর পাননি বলে জানান। যার ফলে আনলকের বিধিনিষেধ অমান্য করেই শান্তিরবাজারে সমস্ত দোকান পাঠ খোলা। বাজারে আগত লোকজনেরা মানছে না কোনো প্রকার সামাজিক দুরত্ব। এই বিষয় নিয়ে শান্তিরবাজার মহকুমাশাসকের নিকট জানতে চাইলে তিনি সংবাদমাধ্যমের সামনে কিছু বলতে নারাজ।