রাজ্যে নজর করা সাফল্য অর্জন করলো দাওধারানী মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা

madআপডেট প্রতিনিধি, বক্সনগর, ০৫ আগষ্ট ৷। ত্রিপুরা রাজ্যের মধ্যে নজর করা সাফল্য অর্জন করলো সোনামুড়ার দাওধারানী মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা। গত ৩১শে জুলাই অনলাইনের মাধ্যমে প্রকাশিত হয়েছে ত্রিপুরা রাজ্যের উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা আলিম ও মাদ্রাসা ফাজিল পরিক্ষার ফলাফল। এই ফলাফলে রাজ্যের মধ্যে নজর করা সাফল্য অর্জন করলো দাওধারানী ছিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসার ছাত্র ছাত্রীরা। রাজ্যের আলিম ও ফাজিল পরীক্ষার দুটিতে প্রথম স্থান অধিকার করলো দাওধারানী ছিদ্দিকিয়া ফাজিল উচ্চতর মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা।
২০২০ সালের ত্রিপুরা রাজ্যে মাদ্রাসা ফাজিল পরীক্ষার্থিদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে সিপাহীজলা জেলার সোনামুড়া মহকুমার দাওধারানী ফাযিল (H.S) মাদ্রাসার ছাত্রী কামরুন নাহার। তার বাড়ি মহকুমার মতিনগর গ্রামে। বাবার নাম মাওলানা আবদুল্লাহ আল নোমান। তার প্রাপ্ত মোট নম্বর হল ৪৯৬ এবং মাদ্রাসা আলিম পরীক্ষায় রাজ্যে মধ্যে প্রথম স্থান অর্জন করেছে একই মাদ্রাসার ছাত্র মাহবুব হাসান। তার বাড়ি মহকুমার এন.সি. নগর এলাকায়। বাবা আবু মিঞা। তার প্রাপ্ত মোট নম্বর হল ৬৬১। এবছর দাওধারানী মাদ্রাসায় ফাযিল পরিক্ষায় বসেছিল মোট দশ জন। তার মধ্যে ২ জন প্রথম বিভাগে এবং ৭ জন দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছে। অন্য দিকে মাদ্রাসা আলিমে মোট পরিক্ষায় বসে ১২ জন তার মধ্যে ৫ জন প্রথম বিভাগ এবং ৬ জন দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছে। ছাত্র ছাত্রীদের এমন নজর করা সাফল্য অর্জনের খুশি মাদ্রাসা কর্তৃপক্ষ, অভিভাক এবং সোনামুড়া বাসী।
বুধবার মাদ্রাসা ছাত্র ছাত্রীদের মার্কশিট প্রদান করা হয়। এক সাক্ষাৎকারে মাদ্রাসার ইনচার্জ জাকির হোসেন জানান, এই সাফল্য অর্জনের মাধ্যমে ছাত্র-ছাত্রীরা মাদ্রাসার দীর্ঘদিনের ঐতিহ্য টিকিয়ে রাখতে পেরেছেন। পাশাপাশি তিনি মাদ্রাসা শিক্ষকদেরও ধন্যবাদ জ্ঞাপন করেন, কারণ ভালো ভাবে ক্লাস করার দরুন ছাত্র-ছাত্রীরা এত ভালো রেজাল্ট করতে পেরেছে এবং তিনি আগামীদিনে ছাত্র-ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*