আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৯ আগষ্ট ৷। পুলিশি রক্ত চক্ষুর মধ্যেও যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ভারতীয় যুব কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। সমগ্র দেশের সাথে ‘রোজগার দাও’ এর আওয়াজ উঠে ছোট্ট পাহাড়ী রাজ্য ত্রিপুরার তেলিয়ামুড়ায়। রবিবার তেলিয়ামুড়া জেলা যুব কংগ্রেসের উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে পতাকা উত্তোলন এর মাধ্যমে পালন করা হয় ভারতীয় যুব কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। এদিন উপস্থিত ছিলেন ভারতীয় যুব কংগ্রেসের সাধারণ সম্পাদিকা তথা রাজ্য যুব কংগ্রেসের ইন-চার্জ কৃষ্ণা দাস, ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস সভাপতি পূজন বিশ্বাস, ছাত্রনেতা সম্রাট রায় সহ অন্যান্য নেতৃত্ব এবং কর্মীরা।