সাগর দেব, তেলিয়ামুড়া, ১২ আগষ্ট || বুধবার গভীর রাত আনুমানিক প্রায় ১০টা নাগাদ আগরতলা থেকে মদ বোঝাই ৬ চাকার লরী কাঞ্চনপুর যাওয়ার পথে তেলিয়ামুড়া থানাধীন পুলিনপুর ব্রীজ সংলগ্ন এলাকায় বাঁক নিতে গিয়ে দূর্ঘটনার কবলে পড়ে।
ঘটনার বিবরণে জানা যায়, NL01A B9676 নম্বরের একটি ৬ চাকার লরী দ্রুত গতিতে আগরতলা থেকে বিলেতি মদ বোঝাই করে তেলিয়ামুড়া এর উপর দিয়ে কাঞ্চনপুর যাওয়ার পথে তেলিয়ামুড়া থানাধীন পুলিনপুর এলাকায় দূর্ঘটনার কবলে পড়ে। এতে গাড়িতে থাকা গাড়ির সহ চালক অল্প বিস্তর আহত হয়, তখন খবর যায় অগ্নিনির্বাপক দপ্তরে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে অগ্নিনির্বাপক দফতরের কর্মীরা। তারা এসে গাড়ির সহ চালককে তেলিয়ামুড়া মহাকুমা হাসপাতালে নিয়ে যায়। অন্যদিকে গাড়ি ফেলে চম্পট দেয় গাড়ির চালক। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন মহাকুমার পুলিশ আধিকারিক ভি জগদীশ্বর রেড্ডি এবং মহাকুমা শাসক ভাস্কর ভট্টাচার্য্য সহ বিশাল পুলিশ বাহিনী। এদিকে রাতে গাড়িটি পাহারা দেবার নাম করে এলাকার একাংশ যুবক মদ বোঝাই গাড়ি থেকে বিলেতি মদ চুরির কাজে লেগে পরে বলে জানা যায়।
জানা যায়, আনুমানিক ১০টা নাগাদ গাড়িটি বাঁক নিতে গিয়ে যে জায়গায় পরেছে তা একটি আশ্রমের জায়গা, আর এখানে বৃহস্পতিবার শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে অনুষ্ঠান রয়েছে। এখন এই আশ্রম কর্তৃপক্ষ তরফ থেকে মহাকুমা শাসকের কাছে দাবি জানিয়েছে যাতে রাতের মধ্যে মদ বোঝাই গাড়ি ঐ জায়গা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। আশ্রম চত্বরে এভাবে মদের গন্ধ ছড়িয়ে পড়ায় স্বভাবতই ধর্মপ্রাণ ভক্ত বৃন্দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।