গোপাল সিং, খোয়াই, ১৬ আগষ্ট ৷। খোয়াই আরডি ব্লকের অধীন মধ্য সিঙ্গিছড়া গ্রাম পঞ্চায়েতে যে কাজটা বিগত ৭০ বছরে কোন সরকার করে উঠতে পারেনি, সে কাজটা নতুন সরকার মাত্র ২৭ মাসে করে দেখালো। খোয়াই শহর সংলগ্ন গ্রাম গুটিয়াতল। যে গ্রামে বহু গুণী জনের জন্ম। শুধু মাত্র একটা রাস্তা না থাকায় গ্রামের এক তৃতীয়াংশ মানুষ নিজ গ্রাম ছেড়ে অন্য এলাকায় চলে আসতে বাধ্য হয়েছেন। খোয়াই এর মধ্যে শাক সবজি মাছ দুধ ধান রাবার উৎপাদনে প্রসিদ্ধ এই গুটিয়াতল গ্রামে একটি মাত্র রাস্তার অভাবে জনসংখ্যা দিন দিন কমে আসছে। বিগত জোট আমলে গ্রামে প্রথম বিদ্যুৎ আসে। তাছাড়া গ্রামে কোন উন্নয়নই হয়নি।
আরো একটা মজার ঘটনা হলো বিগত ২০১৭ সালে রাস্তার পাশেই একটি সাইন বোর্ড দেখতে পাওয়া যায়। এই সাইনবোর্ডে দেখা যায় ২০১৫ সালে মোট ৬,২৭,৪৪৬ টাকা খরচ করে উক্ত রাস্তা ব্রিক সলিং করা হয়ে গেছে। অথচ বাস্তবে তখন এক কোদাল মাটিও কেউ কাটেনি। কিন্তু নতুন সরকার আসার পর গ্রামের রাস্তায় এই প্রথম ইট বসছে। গুটিয়াতল গ্রামের মানুষের কাছে এ যে কত আনন্দের গ্রামবাসীদের চোখের দিকে তাকালেই তা বুঝা যায়। গ্রামবাসীরা এদিন নতুন সরকার এবং তার প্রতিনিধিদের দু’হাত ভরে আশীর্বাদ করছেন।