আপডেট প্রতিনিধি, আগরতলা, ২১ আগষ্ট ৷। একঝাক কর্মী সমর্থকদের নিয়ে কংগ্রেস ত্যাগ করে বিজেপি’তে যোগ দিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের কাউন্সিলার রত্না দত্ত ও সম্পা সরকার চৌধুরী। শুক্রবার ত্রিপুরা প্রদেশ বিজেপি কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সন্মেলনে নবাগতাদের হাতে বিজেপি দলের পতাকা তুলে দিয়ে বরণ করা হয়। এই সময় এখানে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী রতন লাল নাথ, সাংসদ প্রতিমা ভৌমিক, বিজেপি সভাপতি ডাঃ মানিক সাহা প্রমুখ।
এদিন কংগ্রেসের কাউন্সিলার রত্না দত্ত ও সম্পা সরকার চৌধুরী ছাড়াও কংগ্রেস ত্যাগ করে বিজেপি’তে যোগ দিলেন কংগ্রেসের সদর জেলা সভাপতি নারায়ণ দত্ত।