আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৪ আগষ্ট || ধর্মনগর কলেজে অধ্যায়নরত ছাত্র-ছাত্রী ও সাধারণ নাগরিকদের সুবিধার্থে দুইটি রুটে ‘সিটি বাস’ পরিষেবার চালু হল সোমবার। জানা যায়, একটি চুরাই বাড়ী থেকে ধর্মনগর সরকারী কলেজ ভায়া কদমতলা বাজার এবং আরেকটি রাণীবাড়ী থেকে ধর্মনগর ভায়া ব্রজেন্দ্রনগর রোডে চলবে।
ত্রিপুরা সড়ক পরিবহন নিগমের চেয়ারম্যান দীপক মজুমদারের হাত ধরে এদিন দুটি ‘সিটি বাস’ পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।এদিন উপস্থিত ছিলেন বিধানসভার উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, সমিতির চেয়ারম্যান এবং বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিগন ও স্থানীয় নাগরিকবৃন্দ। উপস্থিত অতিথিরা সবুজ পতাকা নেরে ধর্মনগরে এই ‘সিটি বাস’ পরিষেবার যাত্রা শুরুর সবুজ সংকেত দেন।