বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৯ সেপ্টেম্বর ৷। স্নান করতে গিয়ে নদীর জলে তলিয়ে গেলো এক বৃদ্ধ ব্যক্তি। ঘটনার বিবরনে জানা যায়, শান্তিরবাজার মহকুমার অন্তর্গত কলসী সৎসঙ্গ পাড়ার বাসিন্দা সুবোধ বৈদ্য (৬৫) কলসী বাজার সংলগ্ন মুহুরী নদীতে মঙ্গলবার দুপুর বেলা স্নান করতে যায়। কিন্তু দীর্ঘ সময় অতিক্রান্ত হবার পর তিনি ঘরে ফেরেননি। অবশেষে বাড়ীর লোকজন খোঁজা খুঁজি শুরু করেন। এই খোঁজাখুজিতে সাহায্যের হাত বাড়ীয়ে দেন এলাকাবাসী। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় বাইখোড়া থানার পুলিশ ও নবম বাহীনি টি এস আর এর ডিজেস্ট্রার মেনেজমেন্টের টিম। পরবর্তী সময় সকলের যৌথ প্রচেষ্টায় আনুমানিক ৫ ঘন্টা খোঁজাখুজির পর নদীর জলে তলিয়ে যাওয়া সুবোধ বৈদ্যের মৃতদেহের খোঁজ মিললো। মৃতদেহ জল থেকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হয়। অপরদিকে সুবোধ বৈদ্যের এই অস্বাভাবিক মৃত্যুতে সমগ্র এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।