বিভিন্ন দাবিতে সি পি আই’র প্রতিবাদ দিবস পালিত

IMG_20200914_170249আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ সেপ্টেম্বর || জীবন জীবিকা রক্ষা এবং সকলের জন্য সমতা ও ন্যায় এর দাবিতে, সাংবাদিক-সমাজকর্মী, শিক্ষাবিদ-বিরোধী দলের কর্মী সমর্থকদের উপর ক্রমাগত আক্রমণের বিরুদ্ধে, কর্মী ছাটাইয়ের বিরুদ্ধে, সকল রাজনৈতিক বন্দিদের মুক্তির দাবিতে সোমবার দেশব্যাপী প্রতিবাদ দিবসের ডাক দেয় সিপিআই। সিপিআই সদর বিভাগীয় পরিষদের ডাকে সোমবার এই প্রতিবাদ দিবস পালন করা হয় কৃষ্ণনগর হরিশ ঠাকুর রোডস্থিত বিভাগীয় দপ্তর বীরচন্দ্র দেববর্মা স্মৃতি ভবন প্রাঙ্গনে। প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য রাখেন সিপিআই রাজ্য সহ সম্পাদক ডা: যুধিষ্ঠির দাস, বিশিষ্টি লেখক মানস দেববর্মন, সিপিআই সদর বিভাগীয় সম্পাদক মিলন বৈদ্য। কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআই নেত্রী তুলসী দাস কপালি, সিপিআই নেতা সুব্রত দেবনাথ সহ পার্টির কর্মী সমর্থকরা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*