কৃষক বিলের প্রতিবাদে কংগ্রেসের রাজভবন অভিযান, বিক্ষোভ পরিস্থিতি সামাল দিতে ছাড়তে হয় জল কামান

IMG-20200928-WA0058আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৮ সেপ্টেম্বর ৷। করোনা মহামারীর সময় যখন কৃষকরা এমনিতেই দিশে হারা, ঠিক তখনই কেন্দ্রীয় সরকার কৃষক বিরোধী তিনটি বিল পাস করায়। আর এই বিলকে কালা কানুন নবলে আখ্যা দিয়েছে বিরোধীদল কংগ্রেস। এই কৃষক বিরোধী কালো কানুনের বিরুদ্ধে দেশের সকল অংশের কৃষকরা রাস্তায় নেমে জোরদার প্রতিবাদ সংগঠিত করে। সোমবার কৃষকদের সমর্থনে ও কৃষক বিরোধী আইনের বিরুদ্ধে জাতীয় কংগ্রেসের ত্রিপুরার প্রদেশ কৃষক শ্রমিক সংগঠন, ছাত্র সংগঠন, যুব সংগঠনের ডাকে এক প্রতিবাদ মিছিল সংগঠিত হয়। এই মিছিলটি রাজধানীর এডভাইজার চৌমুহনী থেকে শুরু হয়ে রাজভবন ঘেরাও করার জন্য যাওয়ার পথে কর্নেল চৌমুহনীতে পুলিশ আন্দোলনকারীদের বাধা দিয়ে কর্মসূচি বন্ধ করে দেয়। এই মিছিলে উপস্থিত ছিলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি বিরজিৎ সিনহা, প্রাক্তন যুব কংগ্রেস সভাপতি সুশান্ত চক্রবর্তী, NSUI এর প্রদেশ সহ-সভাপতিন ছাত্রনেতা সম্রাট রায় সহ কংগ্রেসের বিভিন্ন সংগঠনের নেতা কর্মীরা। পুলিশের বাধা দানের পর ক্ষুব্ধ আন্দোলনকারীরা নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা দাহ করে বিক্ষোভ দেখায়।
IMG-20200928-WA0063এদিন কংগ্রেসের রাজভবন অভিযানকে ঘিরে রাজধানীর সার্কিট হাউজে কংগ্রেসের গণঅবস্থানও করা হয়। গণঅবস্থান শেষে এক মিছিল শুরু হলে পুলিশ মিছিলটি আটকে দেয়। এরপর কংগ্রেস কর্মীরা বিক্ষোভ দেখায় এবং পুলিশের ব্যারিকেড ভেঙে দেয়। পরিস্থিতি সামাল দিলে জল কামান ছাড়তে হয় পুলিশের। পরে গ্রেপ্তার করে কংগ্রেস কর্মীদের। এই গণঅবস্থানে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি পীযুষ কান্তি বিশ্বাস, প্রাক্তন মূখ্যমন্ত্রী সমীর রঞ্জন বর্মণ, প্রাক্তন কংগ্রেস কৃষি সভার চেয়ারম্যান হরিপদ দেবনাথ প্রমুখ।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*