আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৮ সেপ্টেম্বর ৷। করোনা মহামারীর সময় যখন কৃষকরা এমনিতেই দিশে হারা, ঠিক তখনই কেন্দ্রীয় সরকার কৃষক বিরোধী তিনটি বিল পাস করায়। আর এই বিলকে কালা কানুন নবলে আখ্যা দিয়েছে বিরোধীদল কংগ্রেস। এই কৃষক বিরোধী কালো কানুনের বিরুদ্ধে দেশের সকল অংশের কৃষকরা রাস্তায় নেমে জোরদার প্রতিবাদ সংগঠিত করে। সোমবার কৃষকদের সমর্থনে ও কৃষক বিরোধী আইনের বিরুদ্ধে জাতীয় কংগ্রেসের ত্রিপুরার প্রদেশ কৃষক শ্রমিক সংগঠন, ছাত্র সংগঠন, যুব সংগঠনের ডাকে এক প্রতিবাদ মিছিল সংগঠিত হয়। এই মিছিলটি রাজধানীর এডভাইজার চৌমুহনী থেকে শুরু হয়ে রাজভবন ঘেরাও করার জন্য যাওয়ার পথে কর্নেল চৌমুহনীতে পুলিশ আন্দোলনকারীদের বাধা দিয়ে কর্মসূচি বন্ধ করে দেয়। এই মিছিলে উপস্থিত ছিলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি বিরজিৎ সিনহা, প্রাক্তন যুব কংগ্রেস সভাপতি সুশান্ত চক্রবর্তী, NSUI এর প্রদেশ সহ-সভাপতিন ছাত্রনেতা সম্রাট রায় সহ কংগ্রেসের বিভিন্ন সংগঠনের নেতা কর্মীরা। পুলিশের বাধা দানের পর ক্ষুব্ধ আন্দোলনকারীরা নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা দাহ করে বিক্ষোভ দেখায়।