আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৯ নভেম্বর || রবিবার (৮ই নভেম্বর) ছিল আগরতলা প্রেস ক্লাবের নির্বাচন। এদিন দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে এই নির্বাচন। ভোটকে ঘিরে সাজিয়ে তোলা হয়েছিল আগরতলা প্রেস ক্লাব চত্বর। সকালে ছিল আগরতলা প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক সন্মেলন। এরপরই শুরু হয় নির্বাচন।
দুটি প্যানেলে হয় নির্বাচন।
নির্বাচনের পর আগরতলা প্রেস ক্লাবের নয়া কমিটি গঠিত। টানটান উত্তেজনায় নির্বাচনের পর ঘোষণা হল ফলাফল। নির্বাচনে জয়ী হলেন সভাপতি – সুবল কুমার দে।
সহ সভাপতি – অরুন নাথ।
সম্পাদক – প্রনব সরকার।
সহ সম্পাদক – রমাকান্ত দে।
সহ সম্পাদক – দেবব্রত দেব।
কোষাধ্যক্ষ – তপন মজুমদার।
সদস্য – মিহির লাল সরকার, কমল চৌধুরী, রঞ্জন রায়, প্রবীর দাস, মনীষ আচার্য।