গোপন সংবাদের ভিত্তিতে পুলিশি তৎপরতায় এনএলএফটি উগ্রবাদী আটক

IMG_20210101_234215আপডেট প্রতিনিধি, তেলিয়ামুড়া, ০১ জানুয়ারি || গোপন সংবাদের ভিত্তিতে তেলিয়ামুড়া থানার পুলিশ বৃহস্পতিবার সন্ধ্যায় চাকমাঘাট এলাকা থেকে মন্টু দেববর্মা নামে এক এনএলএফটি উগ্রবাদীকে আটক করে। পুলিশ সুপার কিরণ কুমার কে জানান, পুলিশের কাছে খবর ছিল মন্টু দেববর্মা নামে এক ব্যক্তি একটি অল্টো গাড়ি করে আসছিল। সেই অনুসারে পুলিশ চাকমাঘাট এলাকায় উৎ পেতে বসে। গাড়িটি আসা মাত্র আটক করে তল্লাশি চালিয়ে গাড়ি থেকে ৩৫ হাজার টাকা সহ মন্টু দেববর্মাকে আটক করে পুলিশ। পুলিশি জেরায় সে জানায়, এই টাকা ধলাই জেলার গন্ডাছড়া থেকে এনেছে। এই টাকা এনএলএফটি’র ওয়ান্টেড আসামি দিলীপ দেববর্মা ওরফে (মনপাচল) এর বাড়িতে পৌঁছে দেওয়ার কথা। ধৃত এনএলএফটি জঙ্গি মন্টু দেববর্মাকে জিজ্ঞাসাবাদ চলছে এবং মামলা নেওয়া হয়েছে বলে জানা যায়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*