আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৬ জানুয়ারী || রাজ্যের ছাত্র আন্দোলনের অন্যতম লড়াকু নেতা সম্রাট রায় বুধবার টাকারজলা অন্তর্গত আনন্দ বাজারে স্থানীয় উপজাতি ছাত্রনেতাদের সাথে সাক্ষাৎ করেন। এদিন তিনি সাক্ষাৎকালে ভবিষ্যতের রাজ্যের ছাত্র রাজনীতির পটভূমিকা সম্পর্কে আলোচনা করেন। আগামী দিনে ছাত্র আন্দোলনকে তীব্র করার পরিকল্পনা গ্রহণ করেন এদিনের আলোচনায়। উক্ত সফরে উপস্থিত ছিলেন NSUI’র রাজ্য সাধারণ সম্পাদক পাপ্পু সাহা।