আপডেট প্রতিনিধি, তেলিয়ামুড়া, ০৮ জানুয়ারী ||তেলিয়ামুড়া আর ডি ব্লকের অধীনে ১৭টি গ্ৰাম পঞ্চায়েত এবং ৮টি এডিসি ভিলেজ আছে। এর মধ্যে বিবেকানন্দ নগর গ্রাম পঞ্চায়েত আদর্শ গ্ৰামের স্বীকৃতি পেল। তার জন্য বিবেকানন্দ নগর গ্রাম পঞ্চায়েতে সোলার স্ট্রিট লাইট সহ বিভিন্ন উন্নয়ন মূলক কাজের জন্য ১০ লক্ষ টাকা বরাদ্দ হয়। এই অর্থে বিবেকানন্দ নগর গ্রাম পঞ্চায়েতে বিভিন্ন ওয়ার্ডে ৪৫টি সোলার স্ট্রিট লাইট বাসানোর কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এই গ্ৰাম পঞ্চায়েতে বিভিন্ন মানুষ জন বেজায় আনন্দিত সরকারের কাজ কর্মে। এরমধ্যে গুটিকয়েক গ্ৰামবাসী জানান, বিগত বাম জামানার সরকারের আমল থেকে বর্তমান বিজেপি জোট সরকারের আমলে এই বিবেকানন্দ নগর গ্রাম পঞ্চায়েত অনেকটাই ভালো অবস্থানে আছে। গ্ৰামের মানুষের অতি প্রয়োজনীয় পরিষেবা গুলোর মধ্যে পানীয় জল, বিদ্যুৎ পরিষেবা, রেগার কাজকর্ম নিয়ে এলাকাবাসীদের ও তেমন কোনো অভিযোগ নেই।