আপডেট প্রতিনিধি, আগরতলা, ০২ মার্চ || দীর্ঘ জল্পনা কল্পনার পর ঘোষণা করা হলো এডিসি ভোটের দিনক্ষণ। আগামী ৪ঠা এপ্রিল, ২০২১ রাজ্যের এডিসি এলাকার নির্বাচন হতে যাচ্ছে। এদিন সকাল থেকে ভোট শুরু হবে এডিসি এলাকার ভোট কেন্দ্র গুলোতে। ভোট গণনা হবে ৮ই এপ্রিল, ২০২১। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে একথা জানান রাজ্যের ইলেকশন কমিশনার এম এল দে।
উল্লেখ্য, ২০২০ সালের ১৭ই মে ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের মেয়াদ শেষ হয়েছিল। মেয়াদ শেষ হওয়ার পূর্বেই রাজ্যের নির্বাচন কমিশনের তরফে এডিসি নির্বাচনের জন্য সমস্ত উদ্যোগ গ্রহন করা হয়েছিল যথা সময়ে নির্বাচন সম্পন্ন করার জন্য। কিন্তু কোভিড-১৯ এর জন্য তা আর হয়ে উঠেনি। এরপর জেলা পরিষদের কাজকর্ম স্বাভাবিক রাখার জন্য রাজ্যের রাজ্যপাল জেলা পরিষদের দায়িত্বভার গ্রহণ করেন এবং কাজকর্ম চালিয়ে যাওয়ার জন্য একজন প্রশাসক নিয়োগ করেছিলেন।