আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৫ মার্চ || নাশকতার আগুনে পুড়ল এক প্লাস্টিক কম্পানি। ঘটনা আমতলী থানার অন্তর্গত কাঠালতলী এলাকায়। জানা যায়, শুক্রবার সকাল ৬তা নাগাদ প্লাস্টিক কোম্পানিতে নাশকতামূলক আগুন লাগে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মোট পাঁচটি দমকলের ইঞ্জিন। ফায়ার সার্ভিস কর্মী এবং এলাকাবাসীদের তৎপরতায় প্রায় দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনেন। জানা যায়, প্লাস্টিক কোম্পানির মালিকের নাম সিমাই দাস। মালিক জানান, কে বা কাহারা এ আগুন লাগিয়ে দেয়। যার ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় দশ লক্ষ টাকার উপর। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।