আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৬ মার্চ || রাজ্যের এডিসি নির্বাচনে ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের ২৮টি আসনেই প্রার্থী তালিকা ঘোষণা করলো বামফ্রন্ট। শনিবার এক সাংবাদিক সম্মেলনে এই তালিকা ঘোষণা করে বামফ্রন্টের রাজ্য নেতৃত্ব। আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে এদিন বামফ্রন্টের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। ২৮ জনের এই তালিকায় ১৭ জনই নুতন মুখ। ২৮টি কেন্দ্রের মধ্যে শরিক দলের মধ্যে সি পি আই’কে একটি, ফরোয়ার্ড ব্লককে একটি, আর এস পি’কে একটি করে স্থান দেওয়া হয়েছে। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সি পি আই (এম) রাজ্য কমিটির আহবায়ক বিজন ধর, সম্পাদক গৌতম দাস প্রমুখ।
পাশাপাশি এদিন এডিসি নির্বাচনকে সামনে রেখে মেলারমাঠস্থিত সি পি আই (এম) সদর দপ্তরে রাজ্য কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, আগামী ৪ঠা এপ্রিল হতে চলেছে ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের নির্বাচন প্রক্রিয়া। গণনা হবে ৮ই এপ্রিল। মোট ভোটারের সংখ্যা রয়েছে ৮,৬৫,০৪১ জন। যার মধ্যে মহিলা ভোটারের সংখ্যা হল ৪,২৮,৪৯০ জন।