বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৬ মার্চ || ‘পাহাড়ে উন্নয়নের জন্য দরকার বিজেপি সরকার’ – এই শ্লোগানকে সামনে রেখে শতশত জাতি জনজাতি নারী-পুরুষ গেরুয়া ঝান্ডা কাঁধে নিয়ে মন পাথর বাজার কাঁপিয়ে এক মিছিল এবং বাজার সভা সংগঠিত করেন। আসন্ন এডিসি নির্বাচনেকে সামনে রেখে ৩৬-শান্তিরবাজার মন্ডলের উদ্যোগে এই মিছিল মনু বিজেপি মন্ডল অফিস থেকে শুরু হয়ে গোটা মন পাথর বাজার পরিক্রমণ করে অবশেষে মন পাথর বাজারে এক বাজার সভায় মিলিত হয়। এই মিছিল এবং বাজার সভায় উপস্থিত ছিলেন জনজাতি মোর্চার রাজ্য কমিটির সদস্য সঞ্জীব রিয়াং, মন্ডল সহ-সভাপতি রমেশ রিয়াং, যুব মোর্চার দক্ষিণ ত্রিপুরা জেলা সভাপতি সুমন দেবনাথ, কৃষাণ মোর্চার সভাপতি সত্যব্রত সাহা প্রমুখ।