আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৯ মার্চ || রাজ্যে আসন্ন এডিসি নির্বাচনে ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের বিভিন্ন আসনে প্রার্থী তালিকা ঘোষণা করলো শাসকদল বিজেপি। ২৮টি কেন্দ্রের মধ্যে এদিন বিজেপি ১৪টি কেন্দ্রে প্রার্থী দিয়ে তালিকা প্রকাশ করেছে। বিজেপি’র এই ১৪ জনের তালিকায় ১ জন মহিলা প্রার্থী।
উল্লেখ্য, আগামী ৪ঠা এপ্রিল হতে চলেছে ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের নির্বাচন প্রক্রিয়া। গণনা হবে ৮ই এপ্রিল। মোট ভোটারের সংখ্যা রয়েছে ৮,৬৫,০৪১ জন। যার মধ্যে মহিলা ভোটারের সংখ্যা হল ৪,২৮,৪৯০ জন।