আপডেট প্রতিনিধি, আগরতলা, ১১ মার্চ || বিশুদ্ধ পঞ্জিকা অনুসারে বৃহস্পতিবার বেলা ২টা ৪৪ মিনিট থেকে শুরু হচ্ছে শিব চতূর্দশী, চলবে শুক্রবার বেলা ২টা ৪৩ মিনিট পর্যন্ত। মহা শিবরাত্রির এই পুণ্য তিথিতে মেহের কালীবাড়িতে শিবমন্দির উদঘাটনের করেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন মুখ্যমন্ত্রী মহাদেবের দর্শন ও দেবাদিদেবের কাছে রাজ্য তথা রাজ্যবাসীর মঙ্গল কামনায় পুজো-অর্চনা করেন। পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রী মন্দির প্রাঙ্গনে বৃক্ষরোপণও করেন। তিনি মহাদেবের কাছে প্রার্থনা করেন, সকলের জীবন যেন মঙ্গলময় হয়।
