গোপাল সিং, খোয়াই, ৩০ মার্চ || নাবালিকা ধর্ষণ কান্ডে গ্রেপ্তার ৮ জন যুবক। জানা যায়, দুই নাবালিকাকে ধর্ষণ করে কিছু যুবক। ঘটনা খোয়াই চাম্পাহাউড় এলাকায়। জানা যায়, পুলিশ অভিযুক্ত ৮ জন যুবককে গ্রেপ্তার করে। মঙ্গলবার এই ৮ জন অভিযুক্তকে মেডিক্যাল চেকাপের জন্য খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। বুধবার আদালতে সাপর্দ করা হবে অভিযুক্তদের। বর্তমানে খোয়াই থানায় রাখা হয়েছে অভিযুক্তদের।
অন্যদিকে নির্যাতিত দুই নাবালিকার অবস্থা স্থিতিশীল বলে জানা যায়। তাদের দু’জনেরই চিকিৎসা চলছে।