সাগর দেব, তেলিয়ামুড়া, ০৩ মে || সোমবার দুপুর থেকে দুই দলের মধ্যে সংঘর্ষের জেরে সন্ধ্যা সাড়ে পাঁচটা থেকে বিজেপি যুব মোর্চা সহ বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় তেলিয়ামুড়া থানার সামনে জাতীয় সড়ক অবরোধে বসে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সোনা চরন জমাতিয়া। তিনি অবরোধকারীদের কাছ থেকে অবরোধের কারণ বিষয়ে জানেন।অবরোধকারীদের দাবি তথা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় জানান, অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করতে হবে, নইলে পথ অবরোধ চলবে। পরে দীর্ঘ প্রায় দু’ঘণ্টা পর ঘটনাস্থলে ছুটে আসেন খোয়াই জেলার এসপি কিরণ কুমার খের। এসপি’র সাথে কথা হলেও পথ অবরোধ মুক্ত করে নি অবরোধকারীরা।অবরোধকারীদের দাবি রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের প্রতিশ্রুতি পেয়ে পথ অবরোধ মুক্ত করবে। রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের প্রতিশ্রুতি পেয়ে সাড়ে আটটা নাগাদ পথ অবরোধ তুলে অবরোধকারীরা।
এই ব্যাপারে বলতে গিয়ে তেলিয়ামুড়া বিধায়িকা তথা মুখ্য সচেতক কল্যাণী রায় জানান, অবরোধকারীদের দাবি রাজ্যের মুখ্যমন্ত্রী মেনে নিয়েছেন। ২৪ ঘন্টার মধ্যে দোষীদের গ্রেপ্তারের প্রতিশ্রুতি দিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।