গোপাল সিং, খোয়াই, ০৬ জুলাই || খোয়াইয়ে এস ডি পি ও’র কাছে ডি ওয়াই এফ আই’র উদ্যোগে ডেপুটেশন প্রদান করা হয়। পরে পার্টি অফিসে বিক্ষোভ দেখনো হয়। এদিন ডেপুটেশন প্রদান করা হয় থানায়। বিক্ষোভে বক্তব্য রাখেন সংগঠনের রাজ্য সভাপতি পলাশ ভৌমিক। উপস্থিত ছিলেন বিধায়ক নির্মল বিশ্বাস সহ যুবনেতা গৌতম পাল ও যুব নেত্রী মল্লিকা শীল।