আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ জুলাই || রাজধানীর বিদ্যাসাগর ব্রিজের নিচে বিদ্যুৎস্পৃষ্ট হয় একই পরিবারের দুই ভাই। তাদের নাম তনময় দেব (১৩) এবং হৃদয় দেব (৭)। তাদের বাড়ি কলেজটিলা প্রফেসর পাড়া। বাবার নাম তপন দেব। জানা যায়, বুধবার বিকেলে রাজধানীর বিদ্যাসাগর ব্রিজের নিচে নদীতে স্নান করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় দুই ভাই। ঘটনার খবর পেয়ে ছুটে আসে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা। গুরুতর আহত অবস্থায় ছোট ভাইকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। পরে বড় ভাইকে বাড়ি থেকে হাসপাতালে নিয়ে যায় তার পরিবারের লোকজন। রাতে আগরতলা আই জি এম হাসপাতালে মারা যায় ছোট ভাই হৃদয় দেব। এই ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে আসে।