আপডেট প্রতিনিধি, বক্সনগর, ১৫ জুলাই || সোনামুড়া থানাধীন বক্সনগর ব্লক এলাকার ময়নামা পঞ্চায়েত এরিয়া থেকে বৃহস্পতিবার দুপুর ১টা নাগাদ গোপন খবরের ভিওিতে অভিযান চালিয়ে একটি জেনেরেটর সহ চোরাই কাঠের সমিল উদ্ধার করে বক্সনগর ফরেস্ট প্রোডাকশন ইউনিট। নেতৃত্বে ছিলেন বক্সনগর ফরেস্ট রেঞ্জ অফিসার বুলবুল দাস ও ফরেস্ট প্রোডাকশন ইউনিটের ইনচার্জ চিন্ময় মালাকার সহ অন্যনা অফিসারগণ। বাজেয়াপ্ত করা পন্য গুলোর বাজার মূল্য ৩ লক্ষ টাকা বলে জানিয়েছেন বক্সনগর ফরেস্ট রেঞ্জ অফিসার বুলবুল দাস। আগামী দিনেও এই ধরনের অভিযান জারি থাকবে বলে জানান তিনি।