আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৬ আগষ্ট || খেলতে গিয়ে মাঠেই মৃত্যু কার্তিক সাহা নামে এক ক্রিকেটারের। জানা যায়, সোমবার নরসিংগড়স্থিত আই টি আই মাঠে ত্রিপুরা টীমের এক ক্রিকেটার বন্ধুর সাথে মাঠে প্র্যাক্টিস করতে যায় সে। প্র্যাক্টিসের সময় মুখ থুবড়ে পড়েন এই ক্রিকেটার। জানা যায়, জিবি হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যুর কোলে ঢলে পড়ে সে। জানা যায়, তাঁর বাড়ি রাজধানীর যোগেন্দ্র নগর এলাকায়। এই ঘটনায় এলাকায়
শোকের ছায়া নেমে আসে।