গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বক্সনগর বাজারে অবৈধ পটকা বাজি উদ্ধার

আপডেট প্রতিনিধি, বক্সনগর, ২১ আগষ্ট || বিএসএফ এবং ডিআইবি’র যৌথ উদ্যোগে শুক্রবার বিকালে টানা ২ ঘন্টা অভিযান চালানো হয় বক্সনগর বাজারে। এই অভিযানকালে নেতৃত্বে ছিলেন বিএসএফ আধিকারিক এ কে পান্থ এবং আগরতলা রামনগরস্থিত ডিআইবি শাখার আধিকারিকগণ। এদিন টানা প্রায় দুই ঘণ্টা অভিযান চালিয়ে বক্সনগর বাজারের প্রতিষ্ঠিত ব্যবসায়ী দুলাল বণিকের দোকান থেকে প্রায় ২৫ হাজার টাকার পটকা বাজি উদ্ধার করতে সক্ষম হয়। যদিও আধিকারিকদের কাছে গোপন খবর ছিল যে, বক্সনগর বাজারের প্রতিষ্ঠিত ব্যবসায়ী দুলাল বণিকের দোকানে প্রচুর পরিমাণে অবৈধ সামগ্রী মজুদ রয়েছে। সেই খবরের ভিত্তিতে প্রশাসনিক আধিকারিকগন অভিযানে আসেন। তবে এই
অভিযান চলাকালে স্থানীয় কলমচৌড়া থানাকে এক প্রকার ব্রাত্য রাখা হয়েছে। যদিও নিয়ম অনুযায়ী স্থানীয় থানা এলাকার যেকোনো জায়গায় কোন ধরনের অভিযান চালানো হলে, স্থানীয় থানাকে অবগত করতে হয়। তবে এদিনের এই ঘটনায় কলমচৌড়া থানাকে কোনভাবেই অবগত করা হয়নি। তবে এই অভিযান চালানোর পূর্বে বক্সনগর বাজার কমিটি থেকে বার বার কলমচৌড়া থানার বড়বাবু বিষ্ণুপদ ভৌমিকের সাথে যোগাযোগ করা হলে তিনি স্পষ্ট জানিয়ে দেন এই বিষয়ে তিনি অবগত নন। তাই তিনি সেখানে যেতে পারবেনা। শেষ পর্যন্ত বাজার কমিটির চাপে পড়ে কলমচৌড়া থানার এএসআই গুহ বাবুকে সেখানে পাঠানো হয়। পরবর্তী সময়ে পুলিশ বিএসএফ এবং ডি আই বি শাখার আধিকারিকদের উপস্থিতিতে দুলাল বণিকের দোকান থেকে পটকাবাজি উদ্ধার করা হয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*