আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৩ সেপ্টেম্বর || রঞ্জিত মজুমদার নামে এক ব্যাক্তি শারীরিক অসুস্থতার কারণে উনাকে বিলোনিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু বিলোনিয়া হাসপাতাল থেকে ওনাকে উন্নত চিকিৎসার জন্য আগরতলা জিবি হাসপাতালে রেফার করা হয়েছিল। পরিবারের লোকজনদের অভিযোগ বিলোনিয়া থেকে আগরতলা নিয়ে আসার সময় এম্বুলেন্সে নাকি সঠিক পরিষেবা পায়নি এবং খুব দ্রুত গতিতে আসার সময় গাড়ির ঝাঁকুনিতে আরও অসুস্থ হয়ে পড়েন তিনি। পরিবারের লোকজনদের আরো অভিযোগ, জিবি হাসপাতাল থেকে বরং কাছাকাছি যদি অন্য হাসপাতলে নিয়ে যাওয়া হয় তাহলে খুব সুবিধা হত। কিন্তু শেষমেশ আগরতলা আই জি এম হাসপাতালে নিয়ে আসা হয়। অভিযোগ, আইজিএম হাসপাতালে এসে নাকি ১০ থেকে ১৫ মিনিট আইজিএম হাসপাতালে মূল ফটকে এম্বুলেন্স এর ভিতর শুয়ে ছিলো অসুস্থ ব্যাক্তি। কোনো হাসপাতাল কর্মী এসে সাহায্য করেনি বলে অভিযোগ। পরে সঠিক পরিষেবা না পেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন এই ব্যাক্তি। এই নিয়ে গোটা আই জি এম হাসপাতালে চাঞ্চল্যকর পরিবেশ তৈরি হয়।