আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৩ সেপ্টেম্বর || আমতলী বাজার এলাকায় টি এস আর বাহিনীর জিপসি গাড়ির ধাক্কায় আশঙ্কা জনক অবস্থায় এক ব্যক্তি। প্রতিবাদে ক্ষুব্ধ জনতা জাতীয় সড়ক অবরোধ করে। অভিযুক্ত চালককে গণধোলাই দেয় স্থানীয়রা। গাড়ির চালক নেশাগ্রস্ত অবস্থায় ছিল যার কারণে এই দুর্ঘটনা বলে অভিযোগ স্থানীয়দের। কখবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। পরিস্থিতি সামাল দিতে নামানো হয় টি এস আর জওয়ান। পরে জাতীয় সড়ক অবরোধ তুলে নেয় স্থানীয়রা।