রহস্যজনক ভাবে নিখোঁজ এক যুবক, জঙ্গল থেকে যুবকের বাইক উদ্ধার, বাইকে রক্তের দাগ

আপডেট প্রতিনিধি, বিশালগড়, ২৮ অক্টোবর || রহস্যজনক ভাবে নিখোঁজ এক যুবক। জঙ্গল থেকে উদ্ধার রক্তের চিহ্ন সহ বাইক। আতঙ্কিত পরিবার বিশালগড় থানার দ্বারস্থ। নিখোঁজ যুবকের নাম নুটন দাস। বাড়ি বিশালগড় থানাধীন দুর্গানগর শিবনগর এলাকায়। নিখোঁজ যুবক নুটন দাসের মা জানায়, সোমবার রাত সাড়ে আটটা নাগাদ কেউ একজন ফোন করে নুটনকে কলমচৌড়া থানাধীন লাড়ুবাড়ি চৌমুহনী যাওয়ার জন্য বলে। নুটন প্রথমে যাওয়ার জন্য অসম্মতি জানালেও পরে বাড়ির লোকদের বাড়িতে আসতে দেরি হবে বলে জানিয়ে তার বাইকে করে লাড়ুবাড়ি চৌমুহনি যাওয়ার জন্য বের হয়ে যায়। কিন্তু মঙ্গলবার সন্ধ্যা ঘনিয়ে এলেও নুটন বাড়িতে ফিরেনি। পরে তার সমস্ত আত্মীয় স্বজনদের বাড়িতে খোঁজ খবর নেয় বাড়ির লোকজন। এরপরেও কোন হদিস মেলেনি নুটনের। তার ফোনও সুইচ অফ। এরপর মঙ্গলবার রাতে বিশালগড় থানায় মৌখিকভাবে অভিযোগ জানিয়ে যায় নোটনের পরিবার। বুধবার বিশালগড় থানায় লিখিত অভিযোগ দায়ের করে পরিবারের পক্ষ থেকে।
যদিও কলমচৌড়া থানার পুলিশ বক্সনগর তেব্রা বাড়ি জঙ্গল থেকে একটি নীল রঙের অ্যাপাচি আর.টি.আর বাইক উদ্ধার করে। কিন্তু বাইকের নাম্বার প্লেট গুলো ভাঙ্গা। পরিবারের দাবি বাইকটি নুটনের। বাইকের একাধিক স্থানে রক্তের চিহ্ন রয়েছে বলেও জানা গেছে। জঙ্গল থেকে বাইক উদ্ধারের পর রহস্যের দানা বাঁধছে ঘটনায়। পরিবারের লোকদের আশঙ্কা নুটন আদৌ বেঁচে আছে কিনা। এখন দেখার অভিযোগ পেয়ে পুলিশ নিখোঁজ যুবক নুটন দাসকে খুঁজে বের করতে কী ভূমিকা গ্রহণ করে?

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*