জল নিষ্কাশনের জায়গায় জোরপূর্বক মাটি ভরাটকে কেন্দ্র করে এলাকাবাসীর মিধ্যে ক্ষোভ

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৪ নভেম্বর || বেতাগা জাতীয় সড়কের পাশে জল নিষ্কাশনের জায়গায় জোরপূর্বক মাটি ভরাটকে কেন্দ্র করে ক্ষোভ সৃষ্টি হয়েছে এলাকাবাসীর মধ্যে। ঘটনার বিবরণে জানা যায়, শান্তির বাজার মহকুমার অন্তর্গত বেতাগা এলাকায় জাতীয় সড়কের পাশে ছোট্ট একটি ছড়া রয়েছে। যার মধ্য দিয়ে বর্ষাকালে জল নিষ্কাষন হয়। বেতাগা এলাকায় সঠিকভাবে জল নিষ্কাষনের ব্যাবস্থা না থাকার কারেন সামান্য বৃষ্টিতে সমগ্র এলাকা জলমগ্ন হয়ে পরে। এরইমধ্যে বাইখোড়া এলাকার বাসিন্দা দেবারুন দাস খাসের জায়গা দখলকলে ছড়াতে মাটি ভরাট করছে বলে আভিযোগ উঠে এলাকাবাসীর পক্ষ থেকে। এলাকাবাসীর অভিযোগ দেবারুন দাস বিগতদিনেও এই ছড়া ভরাট করারা প্রয়াস চালিয়ে ছিলো। সেই সময় এলাকার প্রধান ও এলাকাবাসীর হস্তক্ষেপে মাটি ভরাট করতে সফল হয়নি দেবারুন দাস। বর্তমানে কোনো এক অজানা শক্তিকে কাজে লাগিয়ে পুনরায় ছড়া ভরাট কারার প্রয়াস চালানো হচ্ছে বলে অভিযোগ উঠে আসলো এলাকাবাসীর পক্ষ থেকে। এলাকাবাসীরা সংবাদমাধ্যমের সন্মুখিন হয়ে জানান, এই ছড়া ভরাট করা হলে বর্ষার সময় সমগ্র বেতাগা এলাকা জলমগ্ন হয়ে পরবে। তাই উনারা সিদান্তগ্রহন করেন এলাকাবাসীর গণসাক্ষরের মাধ্যমে এলাকাকে জলমগ্ন হবার পথ থেকে রক্ষার জন্য শান্তির বাজার মহকুমা শাসক ও স্থানীয় বিধায়কের দারস্ত হবেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*