আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৫ নভেম্বর || আঁটোসাটো নিরাপত্তার মধ্য দিয়ে সকাল থেকে উৎসবের আমেজে চলছে ভোটগ্রহণ প্রক্রিয়া। রাজ্যের একটি পুর নিগম, ১৩টি পুর পরিষদ এবং ৬টি নগর পঞ্চায়েত এলাকায় চলছে ভোটগ্রহণ প্রক্রিয়া। ভোটারা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দানের চিত্র লক্ষ্য করা গেছে প্রায় সবকটি ভোট কেন্দ্রেই। ভোট কেন্দ্রগুলোতে আঁটোসাটো নিরাপত্তা ব্যবস্থায় গোটা রাজ্যেই শান্তিপূর্ণভাবে চলছে ভোট দান প্রক্রিয়া।