আপডেট প্রতিনিধি, বিলোনীয়া, ২৫ নভেম্বর || বিভিন্ন অভিযোগ এনে বিরোধীদল সিপিআই(এম) কতৃক বিলোনীয়ায় আরও অফিস ঘেরাও করা হয়।
পুনরায় নির্বাচনের দাবি নিয়ে বিলোনীয়ার আরও অফিসে গণধর্নায় মিলিত হয়েছেন বিরোধীদল সিপিআই(এম)’র নেতৃত্ব ও সমর্থকরা। এদিনের এই গণধর্নায় সিপিআই(এম) জেলা সম্পাদক বাসুদেব মজুমদার, বিভাগীয় সম্পাদক তাপস দত্ত, বিধায়ক সুদন দাস ভোট নিয়ে অভিযোগ করেন। তাদের অভিযোগ, বিরোধীদলের এজেন্ট এবং প্রার্থীদের বুথে ঢুকতে দেওয়া হয়নি। পাশাপাশি বিভিন্ন জায়গায় প্রার্থীদের এজেন্টদের মারধর করে বের করে দেয়া হয়েছে বলেও অভিযোগ জানান।
ঘটনায় গোট এলাকায় চাঞ্চল্য দেখা দেয়। মোতায়েন করা হয়েছে প্রচুর আরক্ষা কর্মী।