গোপাল সিং, খোয়াই, ২৫ নভেম্বর || ভোট যে উৎসবের মতো উদ্যাপন করা যায়, সেটা প্রথম উপলব্ধি করলো ত্রিপুরা রাজ্যের গণদেবতারা। কোনও ভয় নেই। কোনও ফতোয়া নেই।
ইচ্ছেমতো প্রার্থীকেও যে ভোট দেওয়া যায়, তাও জানলো পুর নিগম, পৌরপরিষদ এবং নগর পঞ্চায়েত এলাকায় বসবাসরত আঠারো থেকে আশি সব্বাই। ভোটের সকাল ছিল ঝলমলে। সত্যিকারেই এদিন সকালে রাজ্যের প্রতিটি সড়ক যেন নির্বঘ্নে চিকচিক করছিল। রাজ্যের যে কোনও নির্বাচনী প্রান্তে দাঁড়িয়ে গণদেবতারা মুগ্ধ হয়ে পৌর নির্বাচন উপভোগ করছিলেন। এই মুগ্ধতা শুধু নিস্তব্ধতা দেখে নয়, ভোট কেন্দ্রে ও বাইরের নির্বিঘ্নতা দেখেও।
বৃহস্পতিবার খোয়াই পুর পরিষদ এলাকায় ভোটের দিন সকাল থেকে বিকেল পর্যন্ত আপন মনে বিচরন করেছেন ভোটাররা। অন্যদিকে কাতারে কাতারে শহরের মানুষ লাইন দিয়ে নেমে এসে বিভিন্ন কেন্দ্রে আনন্দ করতে করতে ভোট দিয়েছেন। অনেক ভোটারকে বলতে শোনা গেল, ‘এবারকার ভোটে সবার আনন্দ দেখে মনে হচ্ছে গত সাড়ে তিন বছরের মধ্যে কতটা বদলে গেছে ত্রিপুরা।’
উল্লেখ্য খোয়াই পুর পরিষদের ১৫টি ওয়ার্ডের মধ্যে ৭টিতেই বর্তমান শাসকদল বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছে। বাকি ৮টি কেন্দ্রে আজ উৎসবের মেজাজে ভোট হয়েছে। তবে কিছু কিছু বিক্ষুব্ধ ঘটনার খবর মিলেছে। পাশাপাশি সিপিআই(এম)’র পক্ষ থেকে অনেক কেন্দ্রেই পোলিং এজেন্ট দিতে পারেনি।