দেশে ক্রমেই বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা, সোমবার থেকে আংশিক লকডাউন গোটা পশ্চিমবঙ্গে

জাতীয় ডেস্ক, কলকাতা, ০২ জানুয়ারি || গোটা দেশেই দিন দিন বৃদ্ধি পাচ্ছে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন আক্রান্তের সংখ্যা। পশ্চিমবঙ্গেও থাবা বসিয়েছে ওমিক্রন। দিন দিন পাল্লা দিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যাও। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে গোটা পশ্চিমবঙ্গেই সোমবার থেকে আংশিক লকডাউন ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ প্রশাসন। সেই সাথে জারি করা হয়েছে বিভিন্ন বিধিনিষেধও। কি কি থাকছে এই বিধিনিষেধে?

একনজরে সমস্ত নতুন কোভিড-১৯ বিধিনিষেধঃ

১) শিক্ষা প্রতিষ্ঠানের সকল অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ। এক সময়ে ৫০ শতাংশ কর্মচারী শুধুমাত্র প্রশাসনিক কার্যক্রম চালাতে পারবে।

২) সরকারী উদ্যোগ-সহ সকল সরকারী অফিসে ৫০ শতাংশ কর্মী। বেসরকারী অফিস এবং প্রতিষ্ঠানগুলিতেও একবারে ৫০ শতাংশ কর্মচারী। যত বেশি সম্ভব ওয়ার্ক ফ্রম হোম।

৩) সুইমিং পুল, স্পা, জিম, বিউটি পার্লার, সালোঁন এবং হিলিং সেন্টার বন্ধ।
৪) সমস্ত বিনোদন পার্ক, চিড়িয়াখানা, পর্যটন স্থান বন্ধ।
৫) শপিং মল, মার্কেট কমপ্লেক্স, রেস্তোরাঁ এবং বারগুলি ধারণক্ষমতার ৫০ শতাংশ নিয়ে খোলা থাকবে রাত ১০টা পর্যন্ত।
৬) সিনেমা এবং থিয়েটার হলগুলি একবারে ৫০ শতাংশ আসন ক্ষমতা নিয়ে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে।
৭) এক সময়ে সর্বাধিক ২০০ জন বা হলের ৫০ শতাংশ আসন ক্ষমতা (যেটি কম হবে) নিয়ে সভা এবং সম্মেলন।
৮) কোনও সামাজিক, ধর্মীয় এবং সাংস্কৃতিক সমাবেশে একসময়ে সর্বাধিক ৫০ জন।
৯) বিবাহে ৫০ জন, অন্ত্যেষ্টিক্রিয়ায় ২০ জন।
১০) লোকাল ট্রেন ৫০ শতাংশ আসন ক্ষমতা সহ সন্ধ্যা ৭টা পর্যন্ত।
১১) স্বাভাবিক অপারেশনাল সময়ে মেট্রো পরিষেবাগুলি চালু ৫০ শতাংশ আসন ক্ষমতা নিয়ে।
১২) রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত নাইট কারফিউ।
মানুষ ও যানবাহন চলাচল এবং জনসমাবেশ নিষিদ্ধ। শুধুমাত্র অত্যাবশ্যকীয় এবং জরুরী পরিষেবা অনুমতি পাবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*