বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৭ মে || আসন্ন ২০২৩ এর বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে নানান কর্মসূচী পালন করে যাচ্ছে ৩৮-জোলাইবাড়ী মন্ডল বিজেপি’র নেতৃত্ববৃন্দরা। বিধানসভা নির্বাচনে বিজেপি’র সরকার পুনরায় গঠনের জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে ৩৮-জোলাইবাড়ী বিজেপি’র মন্ডল সভাপতি অজয় রিয়াং। শুক্রবার বিধানসভা নির্বাচনচকে সামনে রেখে ও কৃষকদের উন্নয়ন প্রকল্পে কৃষান মোর্চার প্রদেশ সভাপতির উপস্থিতিতে পশ্চিম পিলাক অডিটরিয়াম হলে জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের ৫০০ এর অধিক কৃষান মোর্চার সদস্যদের নিয়ে অনুষ্ঠীত হয় ওয়ান বুথ টেন কিষান সন্মেলন। এই অনুষ্ঠানের প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন কৃষান মোর্চার প্রদেশ সভাপতি জহর সাহা। প্রধান বক্তার পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষান মোর্চার দক্ষিন জেলার প্রভারি তথা প্রাক্তন ডেপুটি স্পিকার গৌরিশঙ্কর রিয়াং, বিজেপি’র দক্ষিণ জেলার সাধারন সম্পাদক দীপায়ন চৌঁধুরী, ৩৮-জোলাইবাড়ী বিজেপি’র মন্ডল সভাপতি অজয় রিয়াং, বিজেপি’র দক্ষিণ জেলার সদস্য তথা জোলাইবাড়ী ব্লকের পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান তাপস দত্ত, জোলাইবাড়ী ব্লকের বি এস সি চেয়ারম্যান অশোক মগ, জোলাইবাড়ী বিজেপি’র কৃষান মোর্চার মন্ডল সভাপতি সুজিত দত্ত সহ বিজেপি’র অন্যান্য নেতৃত্ব বৃন্দরা। এই কর্মসূচী সম্পর্কে প্রদেশ বিজেপি’র কৃষনানমোর্চার সভাপতি জহর সাহা জানান, সারা রাজ্য ব্যাপী কৃষান মোর্চার এই কর্মসূচী চলবে যার শুভসূচনা হলো জোলাইবাড়ী থেকে। এই কর্মসূচীর মাধ্যমে ২০২৩ এর বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে ও তার পাশাপাশি কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কৃষকদের আয় দ্বীগুন করার প্রয়াস চালানো হচ্ছে। এই কর্মসূচীতে কৃষাণ মোর্চার কর্মীসমর্থকদের উপস্থিতির হার ছিলো লক্ষনীয়।