আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৯ জুন || রাজ্যের ৪টি বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনকে সামনে রেখে মাঠ চষে বেড়াচ্ছেন শাসক দলের প্রার্থী থেকে শাসক দলের জনপ্রতিনিধিরা।
রবিবার ৮নং টাউন বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রের কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাঃ মানিক সাহার সমর্থনে এক রোড শোতে অংশগ্রহণ করেন আসামের মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্বশর্মা। এদিন এই রোড শোতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের সাংসদ লকেট চ্যাটার্জি, প্রার্থী ডাঃ মানিক সাহা, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সহ অন্যান্যরা।