বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২১ জুন || সোমবার আগরতলা এক বেসরকারী হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করলো টিটিএএডিসি’র প্রাক্তন এম ডি সি সঞ্জীব মারাক। দীর্ঘদিন তিনি রোগে আক্রান্ত ছিলেন। অবশেষে সোমবার তিনি পরলোক গমন করলেন। উনার প্রয়ানের খবর পেয়ে মঙ্গলবার শান্তির বাজার মহকুমার পতিছড়ী এডিসি ভিলেজে উনার বাসভবনে উনাকে শেষ শ্রদ্ধাঞ্জলী প্রদানে ছুটে যান রাজনগর বিধানসভার বিধায়ক সুধন দাস, টিটিএএডিসি’র এক্সিউটিভ মেম্বার সোহেল দেবর্বমা, কমল কলই, প্রাক্তন এক্সিকিউটিভ মেম্বার পরিক্ষিত মুড়াসিং, প্রাক্তন কারামন্ত্রী মনিন্দ্র রিয়াং, জোনালের জয়েন্ট চেয়ারম্যান হরেন্দ্র রিয়াং সহ অন্যান্যরা। সকলে যথাযথ মর্যাদার সহিত প্রাক্তম এম ডি সি সঞ্জীব মারাককে শ্রেষ শ্রদ্ধাঞ্জলী প্রদান করেন। প্রাক্তন এম ডি সির প্রয়ানে সমগ্র এলাকা জুরে শোকের ছায়া নেমে এসেছে।