আপডেট প্রতিনিধি, আগরতলা, ২০ জুন || ৬-আগরতলা বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী সুদীপ রায় বর্মণের উপর দুস্কৃতিকারীদের আক্রমণের অভিযোগ এনে সোমবার কংগ্রেসের পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল সংঘটিত করা হয়। মিছিলটি প্রদেশ কংগ্রেস ভবন থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পূর্ব আগরতলা থানার উদ্দেশ্যে রওনা হয়। জানা যায়, কংগ্রেসের মিছিলটি পূর্ব থানার সামনে আসলে পুলিশ মিছিলে বাধা দেয়। ফলে পুলিশের সাথে কংগ্রেস কর্মী সমর্থকদের একপ্রকার ধস্তাধস্তি হয়। পরে একটি প্রতিনিধি দল সুদীপ রায় বর্মণের উপর আক্রমণের ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার করার দাবী জানিয়ে থানার ওসির কাছে মামলা দায়ের করেন। এসময় উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা, প্রদেশ কংগ্রেসের পর্যবেক্ষক অজয় কুমার, ৮-টাউন বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রের প্রার্থী আশিস কুমার সাহা।