আপডেট প্রতিনিধি, আগরতলা, ০১ জুলাই || শুক্রবার মিউজিক কলেজের প্রাক্তনীরা একটি কনভেনশনের আয়োজন করেছে। শচীন দেব বর্মণ স্মৃতি সরকারি সঙ্গীত মহাবিদ্যালয়ের এলামনি কমিটির তরফ থেকে জানা যায়, এই ধরনের কনভেনশন এবারই প্রথম আয়োজন করা হয়েছে। মিউজিক কলেজের সার্বিক উন্নয়ন তথা বর্তমান ও প্রাক্তন ছাত্র-ছাত্রীদের সরকারি কর্মসংস্থানের ব্যবস্থা করা সহ বিভিন্ন বিষয়ে স্বার্থ রক্ষাই এই কনভেনশনের অন্যতম লক্ষ্য। তাছাড়াও ছিল রাজ্যের শিল্প-সংস্কৃতি ও শিল্পীদের কল্যাণার্থে বিভিন্ন দাবী দাওয়া ও সাংগঠনিক বিভিন্ন কর্মসূচী। এদিন সকালে শচীন দেব বর্মন স্মৃতি সরকারি সঙ্গীত মহাবিদ্যালয়ের পুলিন দেব বর্মণ স্মৃতি অডিটরিয়ামে এই কনভেনশনের আয়োজন করা হয়েছিল।