আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৪ জুলাই || রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ও চিত্র সাংবাদিকদের নিয়ে দক্ষতা বৃদ্ধি কর্মশালা শুরু হয়। সোমবার আগরতলার সিপার্ডে এই কর্মশালার উদ্বোধন করেন রাজ্যের তথ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী।
উল্লেখ্য, রাজ্যের সংবাদমাধ্যমের কর্মীদের দক্ষতা বৃদ্ধিতে ছয় দিনের কর্মশালার আয়োজন করে রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তর। চার ও পাঁচ জুলাই প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ও চিত্র সাংবাদিক, ১১ ও ১২ জুলাই বৈদ্যুতিন প্রচার মাধ্যমের সাংবাদিকদের নিয়ে এবং ১৪ ও ১৫ জুলাই ওয়েব মিডিয়ার সাংবাদিকদের নিয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হবার কথা রয়েছে। শনিবার রাজধানীর গান্ধীঘাটস্থিত তথ্য ও সংস্কৃতি দপ্তরের কনফারেন্স হলে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে একথা জানান দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস।