গোপাল সিং, খোয়াই, ০৩ আগস্ট || জনসম্পর্ক অভিযানের আজ ছিল তৃতীয় দিন। এই তৃতীয় দিনে বুধবার পশ্চিম গনকি গ্রাম পঞ্চায়েতের ৩৬নং বুথে জনসম্পর্ক অভিযানে মানুষের বাড়ি বাড়ি গিয়ে ব্যক্তিগত সমস্যা এবং সমষ্টিগত সমস্যাগুলি সর়জমিনে খতিয়ে দেখে আগামী দিনে যত তাড়াতাড়ি সম্ভব সমস্যার সমাধান করা এবং পার্টি কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য আবেদন রেখে নেশা বিরোধী সমাজ গঠন করা, সুষ্ঠু শান্তির পরিবেশ বজায় রাখার পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আবেদন রাখলেন রাজ্য বিজেপি’র সহ-সভাপতি অমিত রক্ষিত। উপস্থিত ছিলেন খোয়াই পুরপরিষদের কাউন্সিলর শঙ্কু পাল সহ অন্যান্যরা।