আপডেট প্রতিনিধি, আগরতলা, ২১ সেপ্টেম্বর || বুধবার খয়েরপুর গীতবিতান হল ঘরে আসন্ন দূর্গাপূজা উপলক্ষে সমস্ত ক্লাব, পূজো উদ্যোক্তা ও সংশ্লিষ্টদের নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। এদিন এই বৈঠকে উপস্থিত ছিলেন স্থানীয় মহকুমা শাসক, ব্লক উন্নয়ন আধিকারিক, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সহ অন্যান্যরা। এদিন আসন্ন উৎসবকে আরো প্রাণবন্ত করে তোলার লক্ষ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হয় বৈঠকে। এরপর একটা অংশের দুস্থদের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী।