আপডেট প্রতিনিধি, আগরতলা, ২১ সেপ্টেম্বর || খবর বিকৃত না করে সত্যি খবর প্রকাশ করা প্রত্যেক সংবাদ মাধ্যমের দায়িত্ব। কারণ সংবাদমাধ্যমের সাহায্য ছাড়া সমাজ পরিবর্তন সম্ভব নয়। বুধবার রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনের দুই নম্বর হলে ত্রিপুরা নিউজপেপার সোসাইটির রাজ্য সম্মেলনে অংশগ্রহণ করে একথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, সমাজ পরিবর্তনে সংবাদ মাধ্যমের ভূমিকা অপরিসীম। সমাজের দর্পণ এই সংবাদ মাধ্যম। সরকারের ভুল ত্রুটি ধরিয়ে দেওয়া সংবাদ মাধ্যমের অন্যতম কর্তব্য। তবে খেয়াল রাখতে হবে সেটা যাতে গঠনমূলক হয় এবং তথ্যের বিকৃতি না হয়। মুখ্যমন্ত্রী বলেন, সবসময় সত্য ও বাস্তবকে তুলে ধরার চেষ্টা করবেন। রাজ্য সরকার আপনাদের পাশে রয়েছে। তিনি বলেন, এর পাশাপাশি সংবাদ মাধ্যমের সমস্যাগুলি নিরসনের জন্য আন্তরিকভাবে প্রয়াস নেবে সরকার। এছাড়া সাংবাদিক আক্রান্ত হওয়ার ঘটনা ঘটলে প্রশাসন আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে এবং করবে বলে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী।
এদিন ত্রিপুরা নিউজপেপার সোসাইটির রাজ্য সম্মেলনে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরা নিউজ পেপার সোসাইটির সভাপতি সুবল কুমার দে, সংগঠনের যুগ্ম আহবায়ক অরুণ নাথ, বিশিষ্ট সাংবাদিক জয়ন্ত দেবনাথ, সানিত দেব রায় সহ রাজ্যের বিশিষ্ট ও তরুন সাংবাদিকরা।
এদিনের আয়োজিত সম্মেলনে রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক এবং সমাজসেবী সত্য রঞ্জন খিসাকে সংবর্ধনা জানানো হয়।