আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৬ মার্চ || ৮ই মার্চ ত্রিপুরা মন্ত্রীসভার শপথ নেবার পর ১৬ই মার্চ (বৃহস্পতিবার) নবনির্বাচিত ৪৪ জন বিধায়ক বিধায়িকারা শপথ নেন। এদিন ত্রিপুরা বিধানসভার লোভীতে বিজেপি’র ৩০ জন বিধায়ক-বিধায়িকা সহ কংগ্রেসের ২ জন বিধায়ক শপথ গ্রহণ করেন। জাতীয় সঙ্গীতের মাধ্যমে সকাল ১১টায় শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হয়। শপথ বাক্য পাঠ করান ত্রিপুরা বিধানসভার প্রোটেম স্পিকার বিনয় ভূষণ দাস।
এদিন শপথ গ্রহণের পর মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলেন, গণদেবতার আশীর্বাদ নিয়ে শ্রেষ্ঠ ত্রিপুরা করা হবে। মুখ্যমন্ত্রী ত্রিপুরার উন্নয়নে বিরোধীদের ইতিবাচক ভূমিকা চেয়েছেন।
এদিন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা সহ মন্ত্রিসভার ৯ জন সদস্যদের নিয়ে বিজেপি’র আরও ২২ জন নবনির্বাচিত বিধায়ক-বিধায়িকা, সিপিআই(এম)’র ১১ জন বিধায়ক এবং কংগ্রেসের ২ জন বিধায়ক শপথ নিয়েছেন। কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ এদিন শপথ নেননি। ১৭ই মার্চ (শুক্রবার) তিপ্রা মথার ১৩ জন নবনির্বাচিত বিধায়ক শপথ নেবেন।