আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৬ মার্চ || ত্রিপুরা বিধানসভা নির্বাচন সম্পন্ন হবার পর বৃহস্পতিবার দুপুরে সিপিআই(এম) ত্রিপুরা রাজ্য দপ্তরে পরিষদীয় দলের প্রথম সভা অনুষ্ঠিত হয়। এই সভায় রাজ্য সিপিআই(এম)’র পরিষদীয় নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন বিধায়ক জিতেন্দ্র চৌধুরী। এছাড়া সহকারী নেতা হিসেবে বিধায়ক শ্যামল চক্রবর্তী এবং সচেতকের ভূমিকায় বিধায়ক নির্মল বিশ্বাস নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার ত্রিপুরা বিধানসভায় বিধায়কদের শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে সিপিআই(এম)’র পরিষদীয় দলের বৈঠকে সর্ব সম্মতিক্রমে তাঁরা নির্বাচিত হয়েছেন। এদিনের সভায় নবনির্বাচিত ১১ জন সিপিআই(এম) বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার এবং প্রাক্তন মন্ত্রী তপন চক্রবর্তী ও রতন ভৌমিক।