বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৭ মার্চ || ব্রু জনজাতিদের দাবি নিয়ে শান্তিরবাজার মুরি ব্রু সোসিও কালচারেল অর্গাইনেজেশানের উদ্দ্যোগে সংস্থার নেতৃত্ব ও কার্যকর্তাদের উপস্থিতিতে শান্তিরবাজার প্রেস ক্লাবে এক সাংবাদিক সন্মেলনের আয়োজন করা হয়। এই সাংবাদিক সন্মেলনের মাধ্যনে সংস্থার নেতৃত্বরা জানান, ব্রু জনজাতির উন্নয়নে বিগতদিনে রাজ্যের মন্ত্রীসভায় ব্রু জনজাতি থেকে মন্ত্রী নিয়োগ করা হতো। কিন্তু বর্তমান সময়ে ব্রু জনজাতি থেকে রাজ্যের মন্ত্রীসভায় কেউ স্থান পায়নি। তাই সকলে সাংবাদিক সন্মেলনের মাধ্যমে মুখ্যমন্ত্রীর নিকট আবেদন করেন যাতে করে ব্রু জনজাতির উন্নয়নে ব্রু সম্প্রদায় থেকে রাজ্যের মন্ত্রীসভায় একজনকে স্থান দেওয়া হোক। উনারা আশাবাদী মুখ্যমন্ত্রী উনাদের আবেদনে সারা দেবেন এবং ব্রু জনজাতি থেকে মন্ত্রী হলে ব্রু জনজাতিরা উপকৃত হবেন বলে আশাবেক্ত করেন সংস্থার নেতৃত্ববৃন্দরা। সংস্থা কতৃক আয়োজিত এই সাংবাদিক সন্মেলনে উপস্থিত ছিলেন সংস্থার প্রেসিডেন্ট ডেভিডসন রিয়াং, সেক্রেটারি অমিত রিয়াং, ওমেন ওয়েলফেয়ার কৃষ্ণাবতী রিয়াং, কালচারেল সেক্রেটারি সিদ্বার্থ রিয়াং, ইয়ুথ সেক্রেটারি রাজেশ রিয়াং, কেশিয়ার দিনেশ রিয়াং সহ অন্যান্যরা।