সাগর দেব, তেলিয়ামুড়া, ১৭ মার্চ || মুঙ্গিয়াকামিতে বিশাল পরিমাণে গাঁজা উদ্ধার হয় শুক্রবার। ভেহিকেল চেকিং করার সময় একটি কন্টেইনার গাড়ি থেকে বিশাল পরিমাণে গাঁজা উদ্ধার করলো মুঙ্গিয়াকামিতে থানার পুলিশ এবং সিআরপিএফ জওয়ানরা। জানা যায়, মহকুমা পুলিশ আধিকারিক প্রসূন কান্তি ত্রিপুরার কাছে গোপন সংবাদ আসে একটি গাড়ি করে গাঁজা পাঁচার হবে। সেই মোতাবেক শুক্রবার সকালে মুঙ্গিয়াকামি থানা এলাকায় জাতীয় সড়কের আঠারোমুড়া পাহাড়ের মুঙ্গিয়াকামি থানার পুলিশ এবং ৭১ নম্বর সিআরপিএফ বাহিনীর জওয়ানদের নিয়ে উৎপেতে বসে থাকে। এমন সময় আগরতলা থেকে আসা মহ 05 AM 2084 নাম্বারের কন্টেইনার গাড়িকে আটক করে জোর তল্লাশি চালিয়ে পুলিশ কর্মীরা উদ্ধার করে মোট ৩৫০ কেজি শুকনো গাঁজা। যার বাজারমূল্য প্রায় ৪ লক্ষ টাকা হবে বলে জানায় মহকুমা পুলিশ আধিকারিক প্রসূন কান্তি ত্রিপুরা। সঙ্গে গাড়ির চালককে আটক করা হয়।