আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৭ মার্চ || রাজ্যের প্রতিমন্ত্রীর পদমর্যাদা প্রদান করা হলো পাতাল কন্যা জমাতিয়া এবং জয়ন্তী দেববর্মাকে। জানা যায়, বিজেপি’র সর্বভারতীয় নেতৃত্ব নির্দেশ অনুযায়ী “ত্রিপুরা কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস”-এর চেয়ারপার্সন হিসেবে জয়ন্তী দেববর্মা এবং “ত্রিপুরা রিহেবিলিটেশান প্ল্যান্টেশন কর্পোরেশন লিমিটেড” এর চেয়ারপার্সন হিসাবে পাতালকন্যা জমাতিয়া নিযুক্ত করা হয়েছেন। জয়ন্তী দেববর্মা প্রয়াত মন্ত্রী এন সি দেববর্মার কন্যা। শুক্রবার দুটি পৃথক বিজ্ঞপ্তিতে রাজ্য সরকারের তরফে এই তথ্য জানানো হয়। তাদের দুজনকে শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।